Last Updated: Thursday, January 31, 2013, 15:11
বহুদিন ধরেই ব্র্যাঞ্জেলিনা ভক্তদের মনে একটাই প্রশ্ন। কবে বিয়ে করছেন হলিউডের মোস্ট সেলিব্রেটেড কাপল? এতোদিন ধরে পরিবার সম্প্রসারণে ব্যস্ত থাকলেও (৬ সন্তানের অভিভাবন তাঁরা) এবার নিজেরাও বোধহয় ভাবছেন অনেক তো হল! এবার বাঁধা পড়াই যাক।