Last Updated: Sunday, November 4, 2012, 15:59
সরকারি হাসপাতালের অন্দরেই চলছে অভিনব দালাল-রাজ। সরকারি হাসপাতালেই হাজির বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমের অ্যাম্বুলেন্স এজেন্টরা। অ্যাম্বুলেন্স ব্যবসার আড়ালে রমরমিয়ে চলছে রোগী ধরার কারবার! নার্সিংহোমে রোগী পৌঁছে দিতে পারলেই মিলছে মোটা অঙ্কের কমিশন। অ্যাম্বুলেন্স এজেন্টদের জন্য নার্সিংহোমগুলি তৈরি করেছে নির্দিষ্ট কর্পোরেট রেট চার্ট। ২৪ ঘণ্টার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।