Last Updated: Saturday, May 11, 2013, 13:33
আলি হায়দরের অপহরণ কাণ্ডে এখনও পর্যন্ত কোনও অগ্রগতি করতে পারেনি পুলিস। এমতাবস্থায় ছেলের হদিশ পেতে আইএসআই এর সাহায্যের কথাই ভাবছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইয়ুসুফ রাজা গিলানি। দিন কয়েক আগে মুলতানে প্রচার সভা থেকে ইউসুফকে অপহণ করে সশস্ত্র জঙ্গিরা।