Last Updated: Saturday, October 5, 2013, 10:56
জীবনে বহু মানুষকে আনন্দ দিয়েছে ওরা। কখনও পিঠে চড়িয়ে, কখনও হরেক খেল দেখিয়ে। বছরের পর বছর কঠোর পরিশ্রমে দিন গেছে। কিন্তু কাজের ক্ষমতা ফুরোতেই প্রয়োজনও ফুরিয়ে গেছে। এমনই অসুস্থ, বয়স্ক হাতিদের আশ্রয় স্থল আগ্রার এলিফ্যান্ট হাভেন।