Last Updated: Monday, April 23, 2012, 23:01
প্রায় ১৩ বছর পর সৌরভকে মাঠে দেখে অবাক পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আজহার মামুদ। তাঁর মতে, মহারাজ যেন ক্রিকেটমাঠে চিরসবুজ, যাঁর বয়স বাড়ে না। দু`বছর আগে বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে সৌরভ গাঙ্গুলিকে দলে নেয়নি কোন দল। দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছিল ভারতের প্রাক্তন অধিনায়কের।