Last Updated: Tuesday, May 8, 2012, 16:57
ঝাড়খণ্ডের ফ্রান্সিস ইন্দুয়ার, বিহারের লুকাস টেটে`র পর এবার মাওবাদীদের `সশস্ত্র শ্রেণিসংগ্রাম`-এর বলি হলেন ওড়িশা পুলিসের এএসআই ক্রুপারাম মাঝি। ফ্রান্সিস-লুকাসের মতোই যিনি পুলিসবাহিনীর একজন নীচুতলার কর্মী। এবং অবশ্যম্ভাবী ভাবেই অন্ত্যজ সম্প্রদায়ের মানুষ।