Last Updated: Monday, March 25, 2013, 20:37
আইপিএল সিক্সের উদ্বোধনে জে লোকে কলকাতায় আনতে বহুদিন ধরেই সাধাসাধি করছিলেন শাহরুখ। কলকাতাবাসীও জেনিফার লোপেজের নাচ চাক্ষুস দেখার আশায় বুক বেঁধেছিল। কিন্তু বহু সাধাসাধির পরও রাজি হননি জে লো। তাই অবশেষে এখন পিটবুলের দিকে ঝুঁকেছেন শাহরুখ।