আমির গুলাম আজম - Latest News on আমির গুলাম আজম| Breaking News in Bengali on 24ghanta.com
আজমের শাস্তিতে হিংসাত্মক আন্দোলনে জামাত

আজমের শাস্তিতে হিংসাত্মক আন্দোলনে জামাত

Last Updated: Monday, July 15, 2013, 22:59

যুদ্ধাপরাধের জন্য গোলাম আজমের ৯০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল। এই রায় গোষণার পরেই আজ অশান্ত হয়ে হয়ে বাংলাদেশ। দেশজুড়ে হিংসাত্মক আন্দোলনে নেমে পড়ে জামাত সমর্থকেরা। বিভিন্ন এলাকায় ভাঙচুর, অবরোধ, অগ্নি সংযোগের ঘটনা ঘটে। রায়ের প্রতিবাদে আজই দেশজুড়ে হরতালে সামিল হয় জামাত সমর্থকেরা।