Last Updated: Sunday, April 14, 2013, 18:55
বাঙালির কাছে উত্সবের পোশাক হল পেটপুরে খাওয়া। আর সেই পোশাকের প্রসাধন হল চাটনি। আর চাটনিটা যদি হয় কাঁচা আমের। জানি এটুকু পরেই জিভে জল আসছে। কিন্তু লোভনীয় এই পদটা যদি এই উত্সবের আমেজের মাঝে বাড়ির সবাইকে রান্না করে পরিবেশন করা যায়!