Last Updated: Sunday, October 20, 2013, 12:38
সাধুর স্বপ্নাদেশের ভিত্তিতে উত্তরপ্রদেশের উন্নাওয়ে সোনার খোঁজ চালিয়ে যাচ্ছে এএসআই। আজ খোঁড়াখুঁড়ির তৃতীয় দিন। আর এএসআইয়ের খননকার্যকে কেন্দ্র করে রীতিমতো মেলা বসেছে। সকাল ৮টার পর খনন শুরু করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া৷ কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে রাজমহল চত্ত্বর৷ আজও জারি রয়েছে ১৪৪ ধারা৷