Last Updated: Sunday, November 4, 2012, 17:17
কোমায় চলে যাওয়া ইউপিএ সরকারকে অক্সিজেন জোগাতে এবং ২০১৪-র নির্বাচনের অর্থনৈতিক ইস্যুগুলিকে মাথায় রেখেই রবিবার রাজধানীর রামলীলা ময়দানে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। কংগ্রেসের আর্থিক সংস্কারের সিদ্ধান্তের পক্ষে সওয়াল করতে গিয়ে বিগত বছরগুলিতে কংগ্রেসের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন কংগ্রেস নেতৃত্ব।