Last Updated: Monday, December 24, 2012, 23:19
আজ বড়দিন। বড়দিনের মেতেছে গোটা বিশ্ব। কাল রাতেই সান্তার গিফট বিলি করা হয়ে গিয়েছে। আর বড়দিনের আগের রাতে আলোর মালায় সেজে উঠেছিল গোটা কলকাতা। সন্ধে থেকেই রাস্তার দখল নেয় উত্সব মুখর জনতা। সেন্ট পলস ক্যাথিড্রাল সহ বিভিন্ন গির্জায় চলে প্রার্থনা। প্রার্থনায় অংশ নেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। আলোর রোশনাই, মানুষের ঢল, সব মিলিয়ে কলকাতায় ক্রিসমাস ইভ ছিল জমজমাট।