Last Updated: Monday, November 18, 2013, 23:40
রাজনীতিবিদদের তিনি ইডিয়ট বলেননি। বলেছেন, অগ্রাধিকারের ক্ষেত্রগুলি খুঁজতে গিয়ে বোকামি করা হচ্ছে। বিতর্ক সামাল দিতে আজ এ কথা বললেন, বিজ্ঞানী সিএনআর রাও। তবে, বিজ্ঞান গবেষণায় অর্থের অভাব নিয়ে তাঁর অভিযোগ মেনে নিয়েছে সরকারও। সিএনআর রাওয়ের পাশে দাঁড়িয়েছে প্রায় সব রাজনৈতিক দল।