Last Updated: Thursday, June 13, 2013, 15:24
ফের বড়সড় মাওবাদী নাশকতা বিহারের জামুইয়ে ধানবাদ-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসে হামলা চালাল শতাধিক সশস্ত্র মাওবাদী। চালককে গান পয়েন্টে রেখে ট্রেন থামায় মাওবাদীরা। ট্রেন আটকে গুলিবৃষ্টি শুরু হয়। শতাধিক মাওবাদী ট্রেন আটকে রাখে। মাওবাদী হামলায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। নিহতদের মধ্যে একজন যাত্রী ও একজন আরপিএফ জওয়ান। চালকের অবস্থাও আশঙ্কাজনক।