Last Updated: Thursday, October 18, 2012, 17:11
ক`দিন আগেই তাঁর সৌন্দর্য আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ইন্দোনেশিয়ার সুন্দরী প্রতিযোগিতায় বাজিমাত করেছেন। এবার সেই মিস ইন্দোনেশিয়া ইনয়েজ পুত্রিকে খেলতে দেখা যাবে গল্ফ বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা জাকার্তা লেডিস ইন্দোনেশিয়ান ওপেনে। ক্রীড়া বিশ্বে এমন উদাহরণ বিরলই বলা চলে। খেলোয়াড় থেকে মডেল হওয়ার উদাহরণ ক্রীড়া বিশ্বে অনেক আছে।