Last Updated: Monday, June 10, 2013, 16:50
অপ্রত্যাশিত। হতচকিত। ধাক্কা। রাজনৈতিক মহলের সর্বস্তরে এগুলোই এখন প্রতিক্রিয়ার শব্দ। সোমবার ভারতীয় জনতা পার্টির সব পদ থেকে ইস্তফা দিলেন লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণী। যুক্তি, "কখনও কখনও দলের কিছু কাজ ও সিদ্ধান্তের সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছি না।"