Last Updated: Wednesday, November 23, 2011, 16:29
টানা দুদিনের প্রবল তুষার ঝড়। আর তাতেই বিপর্যস্ত উত্তর পশ্চিম চিনের জিংজিয়াং প্রদেশ। একের তুষারপাত, সঙ্গে ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার বেগে হাওয়া। রবিবার রাত থেকে শুরু হওয়া তুষারঝড়ে তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের অনেকটাই নীচে। দুদিন রাস্তায় বেরোতেই পারেননি মানুষ।