Last Updated: Sunday, April 21, 2013, 14:58
দিল্লির পাঁচ বছরের মেয়ের ধর্ষণের প্রতিবাদে দিল্লি আজও উত্তাল। আর সে দিনই গভীর উদ্বেগ প্রকাশ করে, মহিলাদের নিরাপত্তা উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নাগরিক সেবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এ দিন বলেন, "আমাদের দেশে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়।" এই ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।