Last Updated: Saturday, October 19, 2013, 12:53
উত্তর প্রদেশের ১৯ শতকের কেল্লায় হাজার টন সোনার খোঁজে খনন আজ দ্বিতীয় দিনে পড়ল। তারমধ্যেই আরও তাল তাল সোনার সন্ধান দিলেন সাধু শোভন সরকার। তাঁর দাবি উন্নাওয়ের চেও বড় যক্ষের ধন পোঁতা রয়েছে এই রাজ্যেরই ফতেপুরের আদামপুর গ্রামে। ফতেপুরের জালা শাসক অভয় কুমারকে সেকথা চিঠি লিখে জানিয়েছেন শোভন বাবা। তাঁর দাবি সেখানে ২,৫০০ টন সোনা পোঁতা রয়েছে।