Last Updated: Friday, May 18, 2012, 22:00
বাজারে প্রথম শেয়ার ছাড়ল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। শুক্রবার প্রতি শেয়ার পিছু ৪৮ মার্কিন ডলার প্রিমিয়ামে মার্কিন স্টক এক্সচেঞ্জ নাসডাক-এ আত্মপ্রকাশ করল ফেসবুকের শেয়ার। প্রাথমিক ভাবে প্রতি শেয়ার পিছু ৩৮ মার্কিন ডলার ধার্য করেছিল সংস্থাটি। আপাতত তার ১০ শতাংশ প্রিমিয়াম হিসেবে নির্ধারিত হয়েছে। বাজারে শেয়ার আসার ১৫ মিনিটের মধ্যে ৪০ মার্কিন ডলারের বিনিময় ট্রেডিং করছে ফেসবুকের শেয়ার।