Last Updated: Thursday, November 21, 2013, 13:00
গতকাল হুগলির কৃষ্ণপুর বাজারে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। আহত হয়েছেন বাবু পাল এবং অমিত মণ্ডল নামে দুইব্যক্তি। রাতের দিকে তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। পুলিসের দাবি, দু`দল দুষ্কৃতীর এলাকা দখলের লড়াইয়ের জন্যই বুধবার কৃষ্ণপুর বাজারে গুলি চলেছে।