Last Updated: Thursday, February 21, 2013, 15:59
কোথায় সেই অন্য গ্রহের ফুটবল! কোথায় সেই তিকিতাকা পাসিং! চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে গেল বার্সা। প্রমাণ করল ইতিহাস কখনও ভুল বলে না। ইতিহাসের কথা মেনেই প্রবল উত্থানের পর বার্সেলোনা এখন পতনের কানা গলিতে।