Last Updated: Thursday, May 17, 2012, 10:55
ওয়াংখেড়েতে কিং খানের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে বোর্ড এবং মুম্বই ক্রিকেট
অ্যাসোসিয়েশনের কর্তাদের পরষ্পরবিরোধী মন্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বৃহস্পতিবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রবি সাওয়ন্ত
শাহরুখের ওয়াংখেড়েত প্রবেশে 'আজীবন নিষেধাজ্ঞা'র সিদ্ধান্ত ঘোষণা করেন।