ওয়ার্নিং থ্রি ডি - Latest News on ওয়ার্নিং থ্রি ডি| Breaking News in Bengali on 24ghanta.com
টোকা, তবু ক্যামেরার কাজেই বাজিমাত

টোকা, তবু ক্যামেরার কাজেই বাজিমাত

Last Updated: Friday, October 4, 2013, 20:24

বিগ বাজেট বলিউডের দৌড়ে অনেক পিছিয়ে স্মল বাজেট ছবি। আরও বিশদে স্মল স্টার-সম্মিলিত বিগ বাজেট ছবির প্রতি আশা-ভরসা যেমন কমছে, তেমনই কমছে সম্ভাবনা। কম বিখ্যাত তারকাদের ওপর ভরসা করতে চান না এখনকার প্রযোজকেরা। একইভাবে, মিডিয়ার প্রচার ও দাক্ষিণ্য থেকেও বঞ্চিত হয় এইসব ছবি। ইদানীং এই ধরনের প্রচেষ্টা বেশিরভাগ সময়েই লক্ষ্মীর ভাঁড়ারে টান পডেছে। গুরমিত সিং-এর ছবি ওয়ার্নিং, সেদিক থেকে ওয়েলকাম ব্রেক বলা যায়!