Last Updated: Monday, June 11, 2012, 23:55
এক-এক গোলে অমীংমাসিত থেকে গেল ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচে। গ্রুপ ডি`র এই ম্যাচে রুনি ছাড়াই সোমবার ইউরো কাপ অভিযান শুরু করেছিল রয় হজসনের দল। খেলার তিরিশ মিনিটে গোল করে ইংল্যান্ড দলকে এগিয়ে দেন লেস্কট।
more videos >>