Last Updated: Wednesday, November 20, 2013, 16:43
শুরু হল ৪৪তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব(ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া)। গোয়ায় অনুষ্ঠিত উত্সবে অস্কারে মনোনীত মোট ১৫টি ছবি দেখানো হবে উত্সবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন হলিউড অভিনেত্রী সুজান সরানডন, ইরানি চিত্র পরিচালক মজিদ মজিদি, অভিনেতা কমল হাসান, রেখা ও আশা ভোঁসলে। ম্যাকুইনিজ প্যালেস ও কলা অ্যাকাডেমিতে চলবে চলচ্চিত্র উত্সব।