Last Updated: Saturday, October 8, 2011, 10:41
পুজোর ঠিক পরেই বন্ধ হয়ে গেল হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা। শনিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান শ্রমিকরা। সোমবার দুপুর একটায় মহাকরণে ডানলপ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। এর আগে, পয়লা এপ্রিল দুদিনের জন্য ডানলপে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস টাঙানো হয়।