Last Updated: Wednesday, January 1, 2014, 13:00
আজই কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, যিনি বুঝিয়েছিলেন ধর্মের সারমর্ম, বলেছিলেন যত মত তত পথ। সালটা ছিল ১৮৮৬। ঠাকুর তখন দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত। কাশীপুর উদ্যানবাটিতেই জীবনের সায়াহ্নে দাঁড়িয়ে কল্পতরু হন তিনি।