Last Updated: Friday, February 8, 2013, 15:51
আমি থার্ড ইয়ারে পড়ি। আমার পড়তে ইচ্ছে করে না। পাশ করে কী হবে? আমি চাকরি করতে চাই না। ওই যে নতুন হ্যান্ডু ছেলেটা কহো না প্যায়ার হ্যায় বলে একটা সিনেমা করছে, আমি তাকে বিয়ে করতে চাই। ওকে জড়িয়ে ধরে চুমু খেতে চাই। রাতে বিছানায়...উঃ ভাবতে পারছি না, গা শিরশির করছে। মাথা বোঁ-বোঁ করছে। বাবা-মা যদি রাজি না হয়, আমি পালিয়ে যাব মুম্বই।