Last Updated: Wednesday, January 30, 2013, 21:02
কল্যানীতে প্রয়াগ ইউনাইটেড ও কালিঘাট এমএস ম্যাচ ঘিরে গন্ডগোল সৃষ্টি হয়। ম্যাচে খারাপ রেফারিংয়ের জন্য দুই দলই ম্যাচ চলাকালীন প্রতিবাদ শুরু করে। লাইন্সম্যানের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রয়াগ ইউনাইটেড কোচ এলকো সাটোরি। ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েন এলকো। ম্যাচে ২-১ গোলে প্রয়াগ ইউনাইটেড জিতলেও,ম্যাচ শেষে দুই দলের মুখেই শোনা গেল রেফারিং নিয়ে একরাশ ক্ষোভ।