Last Updated: Wednesday, January 23, 2013, 17:52
ভয়াবহ আগুনে ছাই হয়ে গেল ট্যাংরার সাউথ ক্যানাল রোডের কুড়িয়া বস্তি। আজ দুপুরে রান্নার সময় স্টোভ থেকে একটি ঝুপড়িতে প্রথমে আগুন লাগে বলে অনুমান। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয় বস্তির পাশেই পার্ক সার্কাস-বিধাননগর কর্ড শাখার ট্রেন চলাচল।