Last Updated: Friday, June 7, 2013, 11:21
লিলুয়ার একসরার পর এবারে লেকটাউনের অরবিন্দ কলোনিতে পাতকুয়োয় পড়ে মৃত্যু হল এক প্রতিবন্ধী যুবকের। এবারও রাতভর উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ছঘন্টার বেশি সময় ধরে উদ্ধার কাজ চলে। অবশেষে ভোর সাড়ে ছটা নাগাদ যুবকের দেহ উদ্ধার করে তিনজন পাতকুয়ো মিস্ত্রি। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১২ নাগাদ।