Last Updated: Sunday, October 6, 2013, 19:20
নিয়ন্ত্রণ রেখায় কেরান সেক্টরে অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষ এখনও অব্যাহত। টানা ১৩ দিন ধরে চলছে দু`পক্ষের গুলির লড়াই। তবে, পাক হানাদারদের হঠাতে আর খুব বেশি সময় লাগবে না বলে সেনার তরফে জানানো হয়েছে। কেরান সেক্টরের অনুপ্রবেশে পাক সেনার হাত নেই বলে দাবি করেছে ইসলামাবাদ।