কোয়লা বোণ্টন - Latest News on কোয়লা বোণ্টন| Breaking News in Bengali on 24ghanta.com
অবিলম্বে নির্বাচনের দাবি বিজেপির, ক্রমশ জটিল হচ্ছে দিল্লির পরিস্থিতি

অবিলম্বে নির্বাচনের দাবি বিজেপির, ক্রমশ জটিল হচ্ছে দিল্লির পরিস্থিতি

Last Updated: Wednesday, August 22, 2012, 18:07

বুধবারও কয়লা কেলেঙ্কারিতে উত্তাল সংসদ। ক্যগের পেশ করা রিপোর্টে কয়লা ব্লক বণ্টন নিয়ে ব্যাপক দুর্নীতি সামনে চলে আসে। অভিযোগের আঙুল ওঠে খোদ প্রধানমন্ত্রীর দিকে। ইউপিএ সরকারের তৃতীয় বৃহত্তম দুর্নীতির জেরে কংগ্রেসের সঙ্গে কোনও রকম আপোষে যেতে নারাজ অবাম বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি অবিলম্বে নির্বাচনেরও দাবি তুলেছে বিজেপি।