Last Updated: Monday, June 17, 2013, 19:20
নতুনভাবে সেজে উঠেছে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু। ক্লাবের পুরানো মূল দরজা ভেঙে তৈরি বিশাল তোরণ। ক্লাবের ভেতরে ঢুকলেই ডান দিকে যে লন রয়েছে, তা এতদিন অনাদরেই পরে ছিল। বিকেলে গুটিকয়েক ক্লাবকর্তা বা সদস্য সেখানে গল্প জমাতেন। এবার বদলে ফেলা হল সেই লনের খোলনলচে।