খাবার জল - Latest News on খাবার জল| Breaking News in Bengali on 24ghanta.com
খাবার জল নেই, বৃষ্টির জলে থই থই নবান্ন

খাবার জল নেই, বৃষ্টির জলে থই থই নবান্ন

Last Updated: Tuesday, October 22, 2013, 22:05

গোড়ায় গণ্ডগোল। লিফট বিভ্রাট, পানীয় জলসঙ্কট, বৃষ্টির জলে থই থই অবস্থা, সমস্যার ত্রিফলায় জেরবার নবান্ন। পানীয় জলের সঙ্কট মেটাতে আজ নবান্নে জলের পাউচ  বিলি করা হয়। পানীয় জলের সমস্যা সামাল দেওয়া গেলেও বৃষ্টির জলে নাজেহাল অবস্থা নবান্নের। গত দুদিনের বৃষ্টিতে দ্বিতীয় ও তৃতীয় তলা একরকম জল থই থই। মিটছে না লিফটের সমস্যাও। পূর্ত দফতর জানিয়ে দিয়েছে, আগামী এক সপ্তাহ এই সমস্যা চলবে। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে লিফট বিভ্রাটের জন্য দুঃখপ্রকাশ করেছে পূর্ত দফতর।