Last Updated: Thursday, February 28, 2013, 16:07
কংগ্রেস তিনে। তবু নিজের খাসতালুকে জিতলেন প্রয়াত এবিএ গনিখান চৌধুরী। ইংরেজবাজারে বিধানসভা উপনির্বাচনে জিতলেন গনিখানের হাত ধরে রাজনীতিতে আসা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। ২০১১ ভোটে যিনি জিতেছিলেন কংগ্রেস প্রার্থী হিসেবে। আর এবার জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে। মাঝের সময়টায় দল বদলে কৃষ্ণেন্দুনারায়ণ এখন রাজ্যের মন্ত্রীও।