Last Updated: Thursday, April 12, 2012, 12:56
দু`দিন আগেই সিট রিপোর্টে ২০০২-এর গুলবার্গ গণহত্যাকাণ্ডের দায় থেকে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিষ্কৃতি দেওয়ার স্বস্তির ছোঁয়া লেগেছিল গুজরাট বিজেপিতে। এদিন গোধরা পরবর্তী দাঙ্গাপর্বের ওদে গণহত্যাকাণ্ডে জড়িত ১৮ জনকে আনন্দ জেলার বিশেষ সিট-আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করায় ফের বিধানসভা ভোটের মুখে বিড়ম্বনায় মুখে পড়ল গেরুয়া শিবির। এই মামলায় দোষী সাব্যস্ত অন্য ৫ জনকে ৭ বছরের জেলের সাজা দিয়েছেন বিচারক পি বি সিং।