Last Updated: Monday, March 11, 2013, 11:35
মার্কিনমুলুকে অনাবাসী ভারতীয়দের কাছে ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চালালেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। হোয়ার্টন বিতর্ক নিয়ে মোদী শিবির যখন সরগরম, ঠিক তখনই ভিডিও কলের মাধ্যমে চিকাগো এবং নিউ জার্সিতে বার্তা দিলেন গুজরাটের বিকাশ পুরুষ। নিজের বক্তব্যে ধর্মনিরপেক্ষতা আর ভারতকে সমার্থক করে দেখানোর চেষ্টা করেছেন। বলেছেন, "সরকার ভাল কাজ করলে, মানুষ ভুল ক্ষমা করে দেবে।" যদিও মোদীর এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস।