Last Updated: Wednesday, October 16, 2013, 16:34
মুণ্ডেশ্বরী ও কানা দামোদরের জল বেড়ে যাওয়ায় প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুর ব্লক। গতকাল দুপুরের পর থেকে জল ঢুকতে শুরু করে। সন্ধের পর থেকে প্লাবিত হয়ে যায় গোটা এলাকা। মোট ১১টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে৭টি জলমগ্ন। কয়েক হাজার জমির ফসল জলের নীচে। উদয়নারায়ণপুরে সব্জি চাষে ব্যাপক প্রভাব পড়েছে। বহু এলাকাতেই পানীয় জলের সঙ্কট তীব্র। প্রশাসনের তরফে ত্রাণ বণ্টনের ব্যবস্থা করা হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বলে অভিযোগ। জলের পাউচের পরিমাণ আরও বাড়ানোর দরকার বলে মত বাসিন্দাদের। আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উদয়নারায়ণপুর যান রাজ্যের মন্ত্রী অরূপ রায়।