Last Updated: Friday, March 15, 2013, 17:45
ভাষার প্রতিবন্ধকতায় আটকে থাকে না কিছুই। নিজের ছবি ইংলিশ ভিংলিশে সে কথাই তুলে ধরেছিলেন পরিচালক গৌরি শিন্ডে। আর সেই ছবিই ভাষার গণ্ডি পেরিয়ে এবার জার্মানে ভাষায় ডাবিং হতে চলেছে। সামনের মাসে জার্মানির বহু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইংলিশ ভিংলিশ।