Last Updated: Friday, September 6, 2013, 20:47
আধুনিক ভারতীয়র জীবনে যখনই সমস্যা এসেছে, তা নিমেষে সমাধান করে দিয়েছে মাউসের ক্লিক। এবারেও তার ব্যতিক্রম হল না। পেঁয়াজের দামে ঝাঁঝে যখন আসমুদ্রহিমাচলের নাভিশ্বাস উঠছে, তখন একটি মাত্র মাউসের ক্লিকেই মিলছে ৯টাকায় ১কিলো পেঁয়াজ!