চপার দুর্নীতি - Latest News on চপার দুর্নীতি| Breaking News in Bengali on 24ghanta.com
চপার দুর্নীতি: বিজেপির আঙুল কংগ্রেসের দিকে

চপার দুর্নীতি: বিজেপির আঙুল কংগ্রেসের দিকে

Last Updated: Saturday, February 16, 2013, 10:53

হেলিকপ্টার চুক্তির দুর্নীতিকে গান্ধী পরিবারের সঙ্গে এক করে দেখছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি মুখপাত্র প্রকাশ জাবরেকর প্রশ্ন তুলেছেন, "কোন পরিবার ২০০ কোটি টাকা পেল?" চুক্তিটি পাইয়ে দিতে অগস্টা ওয়েস্টল্যান্ডকে ঘুষ দেওয়ার প্রসঙ্গে সে দেশে যে সকল তথ্য পেশ করা হয়েছে তার ভিত্তিতেই গান্ধী পরিবারের ওপর আঙুল তুলেছে বিজেপি।