Last Updated: Sunday, May 19, 2013, 16:03
কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হল অনুরাগ কাশ্যপ পরিচালিত আগলি। চাইল্ড ট্র্যাফিকিং নিয়ে অনুরাগের ছবি আগলি কানে প্রদর্শিত হয় শনিবার। এইবার কানে অনুরাগের দ্বিতীয় বছর। গত বছরও কানে প্রশংসিত হয়েছিল অনুরাগ পরিচালিত গ্যাংস অফ ওয়াসেপুর। এই বছর ডাইরেক্টর`স ফর্টনাইটের অংশ হিসেবে প্রদর্শিত হল আগলি।