Last Updated: Tuesday, May 21, 2013, 09:00
আইপিএল ছয়ে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত এস শ্রীসন্থ, অজিত চান্ডিলা ও অঙ্কিত চৌহানকে আজ আদালতে পেশ করবে দিল্লি পুলিস। রাজস্থান রয়ালসের এই তিন খেলোয়াড়কে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। সেইসঙ্গে ১০ জন বুকিকেও গ্রেফতার করা হয়েছে। আজ আদলালতে অভিযুক্তদের আরও এক দফা হেফাজতে চাইতে পারে পুলিস।