Last Updated: Sunday, October 27, 2013, 09:06
টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত চাষবাস। মাঠের ফসল নষ্ট হয়েছে মাঠেই। চরম ক্ষতির মুখে কৃষকেরা। পশ্চিম মেদিনীপুরে নষ্ট হয়েছে প্রায় ৫০ হাজার হেক্টর জমির ফসল। ক্ষতির মুখে বর্ধমানের আউশ ধানের চাষ। একই অবস্থায় হুগলি ও বাঁকুড়া জেলাতেও। এবারে আর নবান্ন পালন হবে না জঙ্গলমহলে। প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রাম মহকুমার আটটি ব্লকের মধ্যে ছটি ব্লকের অবস্থা খুবই খারাপ।