চা কারখানা - Latest News on চা কারখানা| Breaking News in Bengali on 24ghanta.com
শ্রম আইন না মানায়, স্বাস্থ্য সঙ্কটে উত্তরবঙ্গের চা শ্রমিকেরা

শ্রম আইন না মানায়, স্বাস্থ্য সঙ্কটে উত্তরবঙ্গের চা শ্রমিকেরা

Last Updated: Friday, September 28, 2012, 17:58

শ্রম আইন মানছে না চা বাগান কর্তৃপক্ষ। অভিযোগ, সরকারি নজরদারির অভাবে হাতুড়ে চিকিত্‍সকদের দিয়ে চিকিত্‍সা চলছে উত্তরবঙ্গের চা বাগিচার শ্রমিকদের। সরকারি নিয়ম বলছে চা বাগানের শ্রমিকদের জন্য হাসপাতাল থাকাটা বাধ্যতামূলক।