Last Updated: Tuesday, September 27, 2011, 23:47
ভূমিকম্প যে এই রাজ্য আগে দেখেনি, তেমনটা নয়। কিন্তুভূমিকম্পের মার কাকে বলে, তা খবরে পড়ে, টিভিতে দেখা জানা-বোঝাটাই ছিল এতদিনের অভ্যাস। গত রবিবারের বিপর্যয় আচমকাই সেই পুরনো চেনা ছন্দে বাদ সেধেছে। মুহূর্তে অভ্যাস পাল্টে গিয়েছে গড়পড়তা বাঙালির। মিনিট খানেক, মিনিট দুয়েকের ভূমিকম্প নাড়িয়ে দিয়ে গিয়েছে পরিচিত অভ্যাসের সেই ভিত।