Last Updated: Friday, November 23, 2012, 16:50
শীতের রাতে যদি অন্যরকম কিছু দিয়ে অতিথি আপ্যায়ন করতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন জিঞ্জার-হানি গ্লেজড বার্বিকিউ চিকেন ব্রেস্ট। খুব কম উপকরণ দিয়ে মাত্র আধ ঘণ্টার মধ্যেই বানিয়ে ফেলা যায় অসাধারণ এই চিকেন রেসিপি। আর ক্যালরি? নেই বললেই চলে।