Last Updated: Monday, February 11, 2013, 10:57
ফের শ্লীলতাহানি কলকাতায়। একটি নয়। রবিবার সন্ধেয় শহরজুড়ে পরপর শ্লীলতাহানির ঘটনা ঘটে। কালীঘাট, চিত্পুর এবং সিঁথিতে শ্লীলতাহানির শিকার হন তিন জন। ঘটনায় জড়িত সন্দেহে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শহরজুড়ে পরপর শ্লীলতাহানির ঘটনায় বড়সর প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।